সভাপতির বাণী

শিক্ষা অন্যতম লক্ষ্য জ্ঞান, মানুষ্যত্ব ও বিবেকের পরিপূর্ণ বিকাশ। উক্ত লক্ষ্য বাস্তবায়নের জন্য মহানগরীর প্রাণ কেন্দ্র দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদ (শিমুলতলা) সংলগ্ন প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “বারিধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা”। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটিয়ে যুগের সাথে সামঞ্জস্য রেখে এ প্রতিষ্ঠানে কুরআন, হাদীস, বাংলা, ইংরেজি, কম্পিউটারসহ অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষিত, সৎ, আদর্শ ও দেশ প্রেমিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন ও তার রাসূলের আদর্শ অনুসরণ হচ্ছে এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। পুঁথিগত শিক্ষার পাশাপাশি রয়েছে ক্রীড়া, সাংস্কৃতি, শিক্ষাসফর সহ ইসলামিক বিনোদন মূলক বিভিন্ন কর্মকান্ড। অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত প্রতিষ্ঠানটি প্রতি বছরই ব্যতিক্রমধর্মী পাঠদানের মাধ্যমে ভাল ফলাফল অর্জনের চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই কামনা ও দোয়া করছি। – আমিন।